1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী রোববার যশোরের বাঘারপাড়ায় ইউপি নির্বাচন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা শেখ হাসিনার প্রতীকী ফাঁসি: এক বছরে বিচার শেষের আহ্বান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল, স্বপদে বহিষ্কৃতরাও নিরাপত্তাহীনতায় পুড়ছে শ্রমিকের জীবন: তামিশনা গ্রুপে ছয় মাসে পাঁচ দুর্ঘটনা ফেনীর সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার দৌলতপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা পিটার হাসের সঙ্গে বৈঠক হয়নি: এনসিপির নাসিরউদ্দীন পাটোয়ারী শেখ পরিবারকে ‘চোর-ডাকাত’ বললেন জামায়াতের শামীম সাঈদী জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ জামায়াত ভণ্ড ইসলামী পার্টি: ফটিকছড়িতে হেফাজত আমিরের বিস্ফোরক মন্তব্য

আগামী রোববার যশোরের বাঘারপাড়ায় ইউপি নির্বাচন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৭৯ জন খবরটি পড়েছেন

আর মাত্র এক দিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোরের বাঘারপাড়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের ভোট । এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। বাঘারপাড়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পৌঁছাবে । আজ শুক্রবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে উপজেলার ৯ ইউনিয়নে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। তবে ভোটের দিনে জহুরপুর ও নারিকেলবাড়িয়াসহ ৪ ইউপিতে সন্ত্রাস ও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের আগেই যে মাত্রাই সহিংসতা হচ্ছে , তা দেখে শংকায় রয়েছেন ভোটাররা।

জহুরপুর ইউনিয়নে ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে আসাদুজ্জামান মিন্টু, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল প্রতিকে বদর উদ্দীন মোল্যা, আনারস প্রতিকে বিএনপি নেতা আবু তালেব ও চশমা প্রতিকে কাজী মনিরুজ্জামান, ঘোড়া প্রতিকে তরুণ লীগ নেতা আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকে শেখ রকিবুল ইসলাম আরজু এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতিকে রফিকুল ইসলাম। এই সাতজন প্রার্থী মাঠে থাকলেও নির্বাচনে লড়াই হবে নৌকা ও মোটরসাইকেল প্রতিকের মধ্যে। জহুরপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬শ’ ৩৫ জন।

বন্দবিলা ইউনিয়নে ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে সনজীত কুমার বিশ্বাস, ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতিকে বর্তমান চেয়ারম্যান সবদুল হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ঘোড়া প্রতিকে মাসুম রেজা খান, বহিস্কৃত আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী ঢোল প্রতিকে জিয়াউর রহমান জয়, আনারস প্রতিকে বিএনপি নেতা মনিরুজ্জামান তপন ও চশমা প্রতিকে আনোয়ার হোসেন ভুট্টো, মোটরসাইকেল প্রতিকে সাবেক চেয়ারম্যান অ্যাড. কাজী কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকে আনিসুর রহমান এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতিকে আবু বক্কার। তবে এর মধ্যে ঘোড়া প্রতিকের মাসুম রেজা খান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই ইউনিয়নে ৮ জন প্রার্থী ভোটের মাঠে থাকলেও নৌকা, আনারস ও হাঁতুড়ি প্রতিকের প্রার্থীদের মাঝে লড়াই হবে ত্রিমুখি। ভোটার সংখ্যা রয়েছে ২৩ হাজার ৭শ’ ৮ জন।

রায়পুর ইউনিয়নে ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আনারস প্রতিকে মঞ্জুর রশিদ স্বপন, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে সাবেক চেয়ারম্যান জহুরুল হক, ও মোশারেফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকে জাহিদ হাসান এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতিকে আবুল কাশেম মোল্যা। এই ছয়জন প্রার্থী মাঠে থাকলেও স্বতন্ত্র প্রার্থী মোশারেফ হোসেন ও জাকের পার্টির আবুল কাশেমের প্রচার প্রচারণা নেই। নির্বাচনে লড়াই হবে নৌকা, আনারস ও চশমা প্রতিকের মধ্যে। ভোটার সংখ্যা রয়েছে ২১ হাজার ২শ’ ১৪ জন। এ (ইউনিয়নে ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নারিকেলবাড়িয়া ইউনিয়নে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে বাবলু কুমার সাহা, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আনারস প্রতিকে আবু তাহের আবুল সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকে ওয়াদুদ খান এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতিকে জমির উদ্দীন মোল্যা। এই চারজন প্রার্থী মাঠে থাকলেও ভোটে লড়াই হবে নৌকা ও আসারস প্রতিকের মধ্যে। ভোটার সংখ্যা রয়েছে ২০ হাজার ৭শ’ ৫৮ জন।

ধলগ্রাম ইউনিয়নে দু’জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আনারস প্রতিকে আতিয়ার রহমান সরদার। পরিচয়ে তারা চাচা-ভাইপো। নির্বাচনের প্রথম থেকে দু’জনের মধ্যে লড়াই থাকলেও শেষ পর্যন্ত ভাইপো নৌকা প্রতিকের রবিউল ইসলামকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চাচা। এ ইউনিয়নে ভোটার সংখ্যা রয়েছে ১৫ হাজার ২১ জন।

দরাজহাট ইউনিয়নে আটজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান মোটরসাইকেল প্রতিকে আয়ুব হোসেন বাবলু, আনারস প্রতিকে কৃষকলীগ নেতা মোহাম্মদ আলী, ঘোড়া প্রতিকে জেলা পরিষদ সদস্য ইকবাল হোসেন, টেবিল ফ্যান প্রতিকে রফিকুল ইসলাম, চশমা প্রতিকে বিএনপি ঘরনার গোলাম মোস্তফা ফুলমিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকে মোস্তাফিজুর রহমান ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতিকের ওমর আলী। এ ইউনিয়নে ভোটযুদ্ধে নৌকা ও আসারস প্রতিকের মধ্যে মূল লড়াই হবে। এখানে ভোটার সংখ্যা রয়েছে ১৫ হাজার ৪শ’ ৬০ জন।

বাসুয়াড়ি ইউনিয়নে পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে আমিনুর সরদার, স্বতন্ত্র প্রার্থী বহিস্কৃত আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আনারস প্রতিকে আবু সাঈদ, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে জামায়াত নেতা মশিয়ার রহমান, মোটরসাইকেল প্রতিকে মিজানুর রহমান ও ঘোড়া প্রতিকে বিএনপি নেতা হাফিজুর রহমান। এ ইউনিয়নে ভোটযুদ্ধে নৌকা ও ঘোড়া প্রতিকের মধ্যে মূল লড়াই হবে। এখানে ভোটার সংখ্যা রয়েছে ১৮ হাজার ২শ’ ৭৯ জন।

দোহাকুলা ইউনিয়নে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে বর্তমান চেয়ারম্যান ওয়াহিদুর রহমান আবু মোতালেব, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে বহিস্কৃত আওয়ামী লীগ নেতা অরুন কুমার অধিকারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের রুহুল কুদ্দুস ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতিকের নুর জালাল। এ ইউনিয়নে ভোটযুদ্ধে নৌকা ও আনারস প্রতিকের মধ্যে মূল লড়াই হবে। এখানে ভোটার সংখ্যা রয়েছে ১৮ হাজার ৮শ’ ৯১ জন।

এছড়া, জামদিয়া ইউনিয়নে পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে আরিফুল ইসলাম তিব্বত, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে বহিস্কৃত আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে বিএনপি নেতা এফ.এম. আসলাম হোসেন, ইসলামী আন্দোলন বাংদেশের হাতপাখা প্রতিকের খাইরুল ইসলাম মিঠু ও ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতিকে মোস্তাফিজুর রহমান লাল। এ ইউনিয়নে ভোটযুদ্ধে নৌকা ও আনারস প্রতিকের মধ্যে মূল লড়াই হবে। এখানে ভোটার সংখ্যা রয়েছে ১৮ হাজার ৯শ’ ৭৫ জন।

সূত্র মতে বিশেষ করে জহুরপুর, রায়পুর, নারিকেলবাড়িয়া ও দোহাকুলা ইউপিতে ভোটারদের মাঝে শঙ্কা বিরাজ করছে। তবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে। সেই সাথে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে সে বিষয়েও কাজ করছে পুলিশ।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানিয়েছেন, নির্বাচনী আইন অমান্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। সব ইউনিয়নে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। তিনি আরো জানান, ভোটারদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। ভোটাররা নির্বিঘ্নেই ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews