বাঘারপাড়া উপজেলায় চাচা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হচ্ছেন ভাতিজা।
উপজেলার ৫নং ধলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী রবিউল ইসলাম রবির বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র ছিলেন তার চাচা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জ্যেষ্ঠ নেতা য়াতিয়ার রহমান সরদার।
আজ শুক্রবার (২৬ নভেম্বর ) যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আতিয়ার রহমান সরদার তার প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান । এর ফলে নৌকা প্রতীকের প্রার্থী রবিউল ইসলাম রবি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন , আওয়ামী লীগ নেতা পিপি,শেখ আতিকুর রহমান, এ্যাড,ইদ্রিস আলি, সাবেক এমপি মনিরুল ইসলাম মনির প্রমুখ।
এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় রবিউল ইসলাম রবি ধল্গ্রাম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী আনন্দমুখর ধল্গ্রামবাসীদের সাথে নবনির্বাচিত চেয়ারম্যান কে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত চেয়ারম্যাঙ্কে আরোও শুভেচ্ছা জান্না বর্তমান চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম,আওয়ামীলীগ নেতা আবু বক্কর শিকদার সহ অনেকে।