ইউপি নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) চেয়ারম্যান প্রার্থী পেয়েছেন মাত্র ৯৯ ভোট।
রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল বকেয়া রেখা এই ভোট পান। ফলে বাতিল হয়েছে তার জামানত।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কৈয়ারবিল ইউপিতে ৯ হাজার ৯৯৮টি ভোট পড়লেও জান্নাতুল বকেয়া পেয়েছেন নৌকা প্রতীক মাত্র ৯৯ ভোট।
তৃতীয় দফায় কক্সবাজারের ১৬টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে ১৫টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় এবং ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বক্স ভাঙচুরের অভিযোগে বারবাকিয়া ইউপির নির্বাচন স্থগিত করা হয়। এর মধ্যে ৬ ইউপিতে আওয়ামীলীগ এবং ৯ টি ইউপিতে বিদ্রোহী প্রার্থী জয় লাভ করেছেন।