হযরত শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় থাকা লাগেজ বেল্ট (৩ ও ৪) থেকে নিয়ে স্ক্যানিং করলে লাগেজে সোনা থাকার ইমেজ পাওয়া যায়। এর পরে লাগেজ খুলে ১৬ টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ৮৬০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বার গুলির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা।
ঢাকা কাস্টম হাউজ সূত্রে বিষয়টি জানা গেছে।