যশোরের মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালিত হয়।দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভসূচনা করা হয়।
এরপরে সকালে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মণিরামপুর পৌরসভা, মণিরামপুর প্রেসকাব, পাবলিক লাইব্রেরী, বিভিন্ন স্কুল-কলেজসহ বিভিন্ন সংগঠন, দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে উপজেলা পরিষদের শহিদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ-২০২১ বেলুন উড্ডয়ন করে শুভউদ্বোধন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান,ক্রীড়া প্রতিযোগীতা-পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আকতার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই আলম চৌধূরীসহ বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।