বিশ্বের সবচেয়ে দামী আমের মধ্যে একটি হচ্ছে সূর্যডিম বা মিয়াজকি। আন্তর্জাতিক বাজারে এটি ‘লাল আম’ নামে পরিচিত। বর্তমানে ফলটি নোয়াল ফার্ম বাণিজ্যিকভাবে উৎপাদন করছে।জাপানী এই আমটি এখন আমাদের দেশেও চাষ শুরু হয়েছে। দামী এই আম দাম আকার অনুযায়ী ৬০ থেকে ৮০ হাজার টাকা মন দরে বিক্রি হয়। দেশে সূর্যডিম আম ১ হাজার ৫ শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সূর্যডিম আমের আকারভেদে একেকটি ওজন ১ কেজি ১০০ গ্রাম পর্যন্ত হয়।
এ আম অস্ট্রিয়া থেকে আমদানি করে বিক্রি করছেন চাঁপাইনবাবগঞ্জের ফল ব্যবসায়ী হযরত আলী। তিনি জেলার বিশ্বরোডে অবস্থিত তার নিজ দোকানে মিয়াজকি আম দেড় হাজার টাকা কেজি দামে বিক্রি করছেন বলে জানান।