গোপন সুত্রে খবর পেয়ে শনিবার (১৮ ডিসেম্বর)সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটের ১৭ বি নম্বর ও পাশের সিটের নিচে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার জব্দ করে।
জানা গেছে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৪৮ বিমান টি সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস এর উপ-পরিচালক এস এম সুলতান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণের বারগুলো আসনের নিচে লুকানো টেপ মোড়ানো অবস্থায় ছিলো।