অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থীরা হলেন, সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বিকাশ চন্দ্র মল্লিক, সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উজ্জল বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগের সহসাংগঠনিক সম্পাদক সুভাষ রায় ও ৭নং ওয়ার্ড সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিজয় কুমার মল্লিক।
শনিবার সন্ধ্যায় সুন্দলী বাজারে নৌকাকে বিজয়ী করার লক্ষে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়। সুন্দলী ইউনিয়ন অওয়ামীলীগের সভাপতি অধীর কুমার পাঁড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা শহিদুল ইসলাম মিলন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাবু।
এসময় আরও বক্তব্য রাখেন, সুন্দলী ইউপি নির্বাচনের নৌকার মাঝি বিকাশ রায় কপিল, অভয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোল্যা রউফ, অভয়নগর উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমীরণ সরকার । আলোচনাসভা শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় ৫জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের ঘোষনা দেন ।