যশোরের লেবুতলা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলীমুজ্জামান মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দুজন প্রার্থীতা প্রত্যাহার ও একজনের মনোনয়ন পত্র বাতিল হয়ে যাওয়ায় মিলন কে নির্বাচিত ঘোষণা করেন।এদিকে শহিদুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেছেন ।
গতকাল সোমবার রিটার্নিং অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজানির্বাচনী বিধি অনুযায়ী আলীমুজ্জামান মিলনকে নির্বাচিত ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন । তবে, শহিদুল ইসলাম প্রার্থিতা ফিরে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে রোববার ইসলামী আন্দোলন ও জাকের পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আলীমুজ্জামান মিলন একক প্রার্থী ছিলেন।