বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
টানা ষষ্ঠবারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার দুপুরে ওই ইউনিয়নের দায়িত্বরত গ্রাম পুলিশবৃন্দ এ শুভেচ্ছা জানান। একইসাথে চেয়ারম্যানের সহধর্মিণী নাছিমা সুলতানা রিপাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোজাহার শেখ, আব্দুর রাজ্জাক মুন্সি, রবিউল ইসলাম (রবি), ওহাব মন্ডল, গ্রাম পুলিশ সাঈদুর রহমান, গুরুপদ দেবনাথ, তরিকুল ইসলাম, আব্দুল হালিম, শ্রীবাস দেবনাথ, বাবু বিশ্বাস , হাফিজা খাতুন (বিউটি) প্রমুখ।