বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
ষষ্ঠি রানী বিশ্বাস (৭০)। বয়সের ভারে নুয়ে পড়েছেন। লাঠির উপর ভর করে চলাফেলা করেন। শীতে কয়েকদিন ধরে কষ্ট পাচ্ছেন। প্রতিবেশীদের মাধ্যমে কম্বল বিতরণের খবর পেয়ে ছুঁটে এলেন। প্রতিক্ষার পর একটি কম্বল হাতে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেলেন। কিছু জিজ্ঞাসা করতেই আনন্দে আত্মহারা হয়ে বললেন, ‘জীবনে এই পেত্তম কম্বল পালাম’।
১৫ বছর আগে স্বামীকে হারিয়ে ভাঙ্গাচোরা একটি ঘরে বসবাস করছেন যশোরের বাঘারপাড়া
উপজেলার ঢেপখালী গ্রামের বাসিন্দা ষষ্ঠি রানী। পরিবার বলতে তিনি একাই। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। সরকারী বয়স্ক ভাতার টাকায় চলে তাঁর একার সংসার।
শনিবার সকালে যশোরের বাঘারপাড়ায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালেরকন্ঠ শুভ সংঘ্#৩৯;র আয়োজনে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
শুধু ষষ্ঠি বিশ্বাস নয়, মিরপুর এলাকার বেলা রানী (৭৫), মহিরণ এলাকার আব্দুল হাকিম (৭৮), রাবেয়া বেগম (৮০), দোহাকুলা এলাকার ফুল বড়ুসহ (৮০) দুই শতাধিক শীতার্ত মানুষ কম্বল নিতে আসেন। কম্বল পেয়ে খুশি হয়েছেন সবাই। এদিন সকাল ১১ টায় বাঘারপাড়া সরকারী পাইলট বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ।
এতে সভাপতিত্ব করেন কালেরকন্ঠ বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি চন্দন দাস। এসময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রাজ কিশোর পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ.ওহিদুজ্জামান, বাঘারপাড়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এ. এস. এম শামছুর রহমান, বাঘারপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি লক্ষ্মণ চন্দ্র মন্ডল ও মিজানুর রহমান, বর্তমান সহসভাপতি খান কেএম শরাফত উদ্দীন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, কোষাধ্যক্ষ প্রদীপ বিশ্বাস পিন্টু, দপ্তর সম্পাদক রাকিব হোসেন, সাংবাদিক শান্ত দেবনাথ, সুমন পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আফরোজ
বলেন,বসুন্ধরা গ্রুপ তথা কালেরকন্ঠ শুভ সংঘ্#৩৯;র এ উদ্যোগ প্রশংসনীয়।