যশোরের অভয়নগরে রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টির মধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে ৪জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪জন বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, উপজেলার ১নং প্রেমবাগ ইউপিতে (নৌকা ) প্রতীক নিয়ে মো. মফিজ উদ্দিন, ২নং সুন্দলী ইউপিতে (নৌকা ) প্রতীক নিয়ে বিকাশ রায় কপিল, ৩ নং চলিশিয়া ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সানা আবদুল মান্নান (আনারস ) প্রতীক নিয়ে, ৪নং পায়রা ইউপিতে (নৌকা )প্রতীক নিয়ে মো. হাফিজুর রহমান, ৫নং শ্রীধরপুর ইউপিতে (নৌকা) প্রতীক নিয়ে অ্যাড.মো. নাসির উদ্দিন, ৬নং বাঘুটিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো.তৈয়েবুর রহমান (মোটর সাইকেল) প্রতীক নিয়ে, ৭নং শুভরাঢ়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল হক (চশমা) প্রতীক নিয়ে এবং ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ আবুল কাশেম (মোটর সাইকেল ) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।