1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ইজিবাইক চাপায় সিয়াম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

শরণখোলায় ইজিবাইক চাপায় সিয়াম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৪ জন খবরটি পড়েছেন

মোঃনাজমুল ইসলাম সবুজ ,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইক চাপায় সিয়াম নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ ডিসেম্বর সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বি.ধানসাগর নামক গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত শিশু সিয়াম একই গ্রামের মো. মোশারফ হাওলাদারের পুত্র। এলাকাবাসী ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

নিহতের পরিবার সূত্র জানায়, শিশু সিয়াম স্থানীয় আকন বাড়ির সামনে রাস্তার ধারে বসে খেলা করছিল। বানিয়াখালী মূখী বেপরোয়া গতির একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। দ্রুত শিশুটিকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ষোষনা করেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ ফয়সার আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির বুকে ও মাথায় গুরুতর আঘাত জনিত কারনে মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশুর মৃতদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং ইজিবাইক চালককে আটকের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews