পুলিশ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
মৃত রেজাউল ইসলাম (৫৬) জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামের মৃত আনছার উদ্দিনের জৈষ্ঠ্য পুত্র। তিনি যদুবয়রা ইউনিয়নের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
স্বজনরা নিজ বাড়ির গ্রীলে ঝুলন্ত মরদেহ নামিয়ে পুলিশ কে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহের সুরতহাল রিপোর্ট করে পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেন।
এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক রেজাউল ইসলামের অনেক টাকা ধার দেনার কারনে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মানুষের কাছে তিনি তাঁর মৃত্যুর কথা বলে মাপ চাইতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধার -দেনা পরিশোধে ব্যর্থ হয়েই তিনি লাগিয়ে আত্মহত্যা করেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।