ঝিনাইদহের মহেশপুরে শুক্রবার (৩১ ডিসেম্বর) গলায় মাফলার পেঁচানো অবস্থায় এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, নিহত চা দোকানি ইনানুর রহমান ( ৪০ ) কে পিটিয়ে-শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ইনানুর রহমান উপজেলার বাজিপোতা গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ইনানুর মহেশপুর পৌরসভার কুলতলা বাজারে নিজের চায়ের দোকানে ঘুমিয়ে ছিলেন । গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।