হঠাৎ করে দেবে গেছে ফরিদপুর জেলার খাবাসপুর এলাকার বেশ কিছু বাড়ি-ঘর। এতে করে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার মানুষ।
জানা গেছে,খাবাশপুরের কুমার নদীর তীর এলাকায় ফাঁটল দেখা দেয় এবং এর পর ফাঁটল এলাকায় অবস্থিত কমপক্ষে ২৫ টি বসতবাড়ি ৫-১০ ফুট পর্যন্ত মাটির নীচে দেবে গেছে। এছাড়াও অনেকগুলো বাড়িতে ফাঁটল দেখা দিয়েছে। আতংকিত মানুষেরা ইতোমধ্যে নিজেদের ঘর-বাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন।
ওই এলাকার তপন বিশ্বাস, দিপু ফকির, ননী গোপাল বিশ্বাস, লিয়াকত হোসেন, মোশাররফ হোসেন, আব্দুর রাজ্জাক, তপন বিশ্বাসের বাড়ি মাটিতে দেবে গেছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে ওই এলাকার একটি ডিজাইন তৈরি করে ঢাকায় পাঠিয়েছেন। তাদের মতে এটা নিয়ে বেশি ভয়ের কিছু নেই। কারন ওই স্থানের মাটির তলদেশে ধ্বস হওয়ার ফলে এ ঘটনা ঘটেছে।