1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
যশোরে গম চাষের লক্ষ্যমাত্রা ৭৪৫ হেক্টরের মধ্যে বাঘারপাড়ায় ৩০ - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

যশোরে গম চাষের লক্ষ্যমাত্রা ৭৪৫ হেক্টরের মধ্যে বাঘারপাড়ায় ৩০

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২১৩ জন খবরটি পড়েছেন

যশোর জেলায় ৭৪৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে  কৃষিবিভাগ। অতিরিক্ত ফলন অর্জন করার উদ্দেশ্য সফল করতে কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের গম চাষে সবধনের সহায়তা দিয়ে যাচ্ছে। জেলায় ২ হাজার প্রান্তিক গমচাষিকে সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে।  

জেলা কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে- জেলায় উপজেলা ভিত্তিক গম চাষের জমির লক্ষ্যমাত্রা হচ্ছে- যশোর সদর উপজেলায় ১১০ হেক্টর, মনিরামপুর উপজেলায় ৭০ হেক্টর, কেশবপুর উপজেলায় ২০ হেক্টর, অভয়নগর উপজেলায় ১০ হেক্টর, ঝিকরগাছা উপজেলায় ৮০ হেক্টর, চৌগাছা উপজেলায় ১৭৫ হেক্টর, শার্শা উপজেলায় ২৫০ হেক্টর এবং বাঘারপাড়া উপজেলায় ৩০ হেক্টর।উল্লেখিত পরিমাণ জমি থেকে হেক্টর প্রতি ৩ দশমিক ৩৯ টন হিসেবে জেলায় চলতি রবি-২০২১-২০২২ মৌসুমে ২ হাজার ৫২৯ টন গম উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।

এদিকে গম চাষে উৎসাহিত করার লক্ষ্যে জেলার ২ হাজার প্রান্তিক গম চাষিকে ১ বিঘা জমির বিপরীতে ২০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদান করার করা হয়েছে।

যশোর কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস জানান, গম চাষের ক্ষেত্রে পানির প্রয়োজন কম হওয়ায় জেলায় ক্রমাগত গম চাষের ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।দেশের চাহিদা অনুযায়ী গম যাতে বাহির থেকে আমদানি করতে না হয় দেশের কৃষকেরাই যাতে গম চাষে সফলতা নিয়ে আসেন সে বিষয়টি কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। সুত্র-বাসস
 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews