অভয়নগর (যশোর) প্রতিনিধি
আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, আনন্দ র্যালি ও কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, আনন্দ আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, আনন্দ র্যালি ও কেক কাটার মধ্যদিয়ে অভয়নগরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কেক কাটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শাহীন আকুঞ্জি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মোল্যা আনোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সরদার জসিম উদ্দিন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের অংশগ্রহণে বিশাল আনন্দ র্য়ালি নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।