যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও কেক কাটার আয়োজন করা হয় । জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাঘারপাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী উপজেলা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।
এদিন বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, সংগঠনটির সাবেক সদস্য আব্দুল কাদের, যুব নেতা সাগর হোসেন, ইব্রাহিম লিংকন, ইউপি সদস্য ফিরোজ হাসান, ছাত্রলীগ নেতা সাদ খান হিমেল, আম্মান আবির, সোহান হোসেন, ইউসুফ হোসেন শুভ, রিয়াদ হোসেন, ইলিয়াস হোসেন, লিওন হোসেন, পাপন রহমান, ওবায়দুল্লাহ, তানিম হোসেন প্রমুখ।
এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আনন্দ র্যালী বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আলোচনা সভায় সমবেত হয়। সভা শেষে কেক কাটার আয়োজন করা হয়।