ফরিদপুরের সদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চর মানাইর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ১১ জন প্রার্থীর মধ্যে মো. বজলু মাতব্বর ৫৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। বুধবার অনুষ্ঠিত হওয়া সদরপুর ও মধুখালী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮ জন স্বতন্ত্র প্রার্থী এবং নৌকা প্রতীকের ৫ প্রার্থী বিজয়ী হয়েছেন।
জানা গেছে, এ নির্বাচনে মো. বজলু মাতুব্বর তিনি মাত্র ৫৬টি ভোট পেয়ে তিনি খুঁইয়েছেন জামানত।
এ ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে ৩ হাজার ৩ শত ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম।