অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে নওয়াপাড়া স্টেশন বাজারে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
অভয়নগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রহমান সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শিকদার সাঈদ আহমেদ, আবদুস সোবহান, নাজমুল আরেফিন, প্রহ্লাদ সাহা, আমির গোলদার, তিস্তী মুন্সি, আলী হোসেন, আঃ গফ্ফার শুকুর, আদম আলী, আবদুস সালাম, আলমগীর ফারাজী, জুলহাস, ইবাদ আলী মুন্সি, রবিন প্রমুখ। এছাড়া আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাতীয় পার্টির নওয়াপাড়া পৌর শাখার যুগ্ম আহবায়ক মো. আকরাম হোসেন। সভায় বক্তারা, পল্লীবন্ধুর গড়া উপজেলা ব্যবস্থা পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টির প্রস্তাবিত প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু ও বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ওপর জোর দাবি জানান। আলোচনা শেষে সকল নেতা-কর্মীদের সাথে নিয়ে কেক কাটা হয়।