শপথ নিলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নয় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগন।
আজ রোব্বার(৯ জানুয়ারি) যশোর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কালেক্টরেট সভা কক্ষে তাদের শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ শারবীন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, মণিরামপুর উপজেলা নির্বাহীকর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
অন্যদিকে, আজ বিকালে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে নয় ইউনিয়নের নবনির্বাচিত সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ।
শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস।
শপথ গ্রহণকারী নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ হচ্ছেন- জহুরপুর ইউনিয়নের আসাদুজ্জামান মিন্টু, নারিকেলবাড়ীয়ার বাবলু কুমার সাহা, ধলগ্রামের রবিউল ইসলাম, দোহাকোলার আবু মোতালেব তরফদার, দরাজহাটের জাকির হোসেন, বাসুয়াড়ির আমিনুর রহমান সরদার, জামদিয়ার আরিফুল ইসলাম তিব্বত, বন্দবিলায় সবদুল হোসেন ও রায়পুরের মঞ্জুর রশিদ স্বপন।
এছাড়া শপথ নিয়েছেন উপজেলার ৯ ইউনিয়নের ৮১ জন সাধারন সদস্য ও ২৭ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ।