নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অভয়নগর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী রফিকুল জামান সরদার, সাধারন সম্পাদক মো. ওদুত শেখ, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান মিন্টু, শাহিন আকুঞ্জি, অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মোল্লা এছাড়া আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলর বৃন্দ।