যশোরের মনিরামপুরে পুলিশের পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে বাইক চোরেরা। একই সময় এক সাধারন ব্যক্তির মোটরসাইকেল ও নিয়ে গেছে চোরেরা।
সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ জানুয়ারি ) উপজেলার ষোলখাদা ও রাজগঞ্জ বাজারে মসজিদে জুম্মার নামাজ পড়তে গেলে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঝাঁপা পুলিশ ক্যাম্পের সদস্য কনস্টেবল আব্দুল লতিফ ষোলখাদা বাজারে গত বৃহস্পতিবার রাতে বাংলালিংক টাওয়ার থেকে চারটি ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ঘটনা তদন্তে যান ।
অন্যদিকে , রাজগঞ্জ বাজারে চুরি হয়ে যাওয়া অপর পালসার মোটরসাইকেলটির মালিক উপজেলার নোয়ালী গ্রামের গোলাম কাদের।