অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগর উপজেলার ২ নং সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকান্ডে জড়িত ৫আসামিকে আটক ও হত্যা মিশনে ব্যবহৃত অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উল্লেখ্য গত ১০জানুয়ারি রাত আনুমানিক ৮টার সময় উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নব-নির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকারকে গুলি করে হত্যা করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
এই ঘটনায় অভয়নগর থানার একটি হত্যা মামলা রুজু হয়। যার নং-০৭, তাং-১১/০১/২০২২ ইং ধারা- ৩০২/৩৪। পরবর্তীতে চাঞ্চল্যকর এ মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) তদন্তের দায়িত্ব দেয়া হলে ডিবি’র অফিসার ইনচার্জ রুপন কুমার সরকারের সার্বিক সহযোগিতায় পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই মফিজুল ইসলামের সমন্বয়ে একটি চৌকশ টিম তদন্তে নেমে ১৫জানুয়ারি রাত দেড়টা থেকে ১৬জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত খুলনা জেলার ডুমুরিয়া থানা, যশোর জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত ৫জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো- খুলনার ডুমুরিয়া থানার রুদাঘরা উত্তরপাড়া গ্রামের ইসাহাক গোলদারের পুত্র ইকরামুল গোলদার (১৯), একই থানার দিঘলিয়া এলাকার মৃত বিষ্ণুপদ মন্ডলের পুত্র বিজন কুমার মন্ডল (৪২), অভয়নগর থানার সুন্দলী পূর্বপাড়া এলাকার মৃত নিতাই বিশ্বাসের পুত্র প্রজিৎ বিশ্বাস ওরফে বুলেট (৪৬), মনিরাপুর থানা এলাকার সুজাতপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের পুত্র পল্লব বিশ্বাস (২৪) ও শ্যামনগর থানার কদমতলা এলাকার মৃত শিবপদ মন্ডলের পুত্র প্রশান্ত মন্ডল (৩৮)।
ডিবি পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানান, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রের মধ্যে একটি লোহার তৈরী শটগান, একটি এয়ারগান, তিন রাউন্ড গুলি, দুটি গুলির খোঁসা, ৬রাউন্ড ১২ বোর কার্তুজ, একটি লোহার রড, একটি ককটেল, দশ গ্রাম গান পাউডার, ৫টি মোবাইল ফোন. দুটি মোটর সাইকেল, ৫০গ্রাম বোমা তৈরীর তার কাটা ও একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়।