বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ তিন সহযোগীসহ জাফর তালুকদার (৩২) নামে এক ইবাকা কারবারিকে গ্রেপ্তার করেছে।
রবিবার রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠের গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সহযোগী তিন জন হলেন সাইফুল ইসলাম (২৪), শাহিন তালুকদার (৫০) ও হামিদা বেগম (৩০)।
এদের বাড়িও মঠেরপাড় গ্রামে বলে পুলিশ জানিয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, মঠেরপাড় গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে জাফর তালুকদার একজন চিহ্নিত মাকদ কারবারি। অন্যরা তার সহযোগী হিসেবে কাজ করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।