এ আর রাকিবুল হাসান , কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর বন্দরের গ্রামে সোনাভরি নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি বাকপ্রতিবন্ধী ছিল বলে স্থানীয়রা জানান ।পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
জানা গেছে, বাকপ্রতিবন্ধী ওই ব্যাক্তি প্রায় ১০ বছর আগে রৌমারীতে এসে ভারটেক্স স্কুলের বারান্দায় বসবাস শুরু করেন। তার পরিচয় কেউ জানে না। মঙ্গলবার বিকেলে উত্তর বন্দবের এলাকা প্রবাহিত সোনাভরি নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।এরপর পুলিশ এসে মরদেহ নদী থেকে উদ্ধার করে।
রৌমারী থানার ওসি তদন্ত আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা উদঘাটনে তদন্ত চলছে।