1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
নাগেশ্বরীর নেওয়াশী ইউপি তথ্য সেবা উদ্যোক্তার হয়রানি,বাড়তি অর্থের বিনিময়ে মিলছে জন্ম সনদ - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন বাঘারপাড়ায় ১৫০ কৃষক কে গ্রীষ্মকালীন বীজ ও সার বিতরণ শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের পদত্যাগ যশোরে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেলেন তারেক রহমান কোহলির ভবিষ্যদ্বাণী, বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত পূর্বপরিচিতের লালসার শিকার শিশু, গ্রেফতার গাড়িচালক হামাসের সঙ্গে মার্কিন বৈঠক, ক্ষুব্ধ ইসরাইল মাদারীপুরে চাঁদাবাজ সাইফুল খুন, বাঁচাতে গিয়ে দুই ভাই নিহত ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়: নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা

নাগেশ্বরীর নেওয়াশী ইউপি তথ্য সেবা উদ্যোক্তার হয়রানি,বাড়তি অর্থের বিনিময়ে মিলছে জন্ম সনদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৪৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার( ৭) নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা সিদ্দিকুর রহমানের হয়রানির শিকার হচ্ছেন ইউনিয়নের সাধারণ মানুষ, জন্ম নিবন্ধন সনদ নিতে গেলে সকল প্রকার বৈধ কাগজপত্র জমা নিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন ফরম উত্তোলনের সময় ইচ্ছা কৃত ভাবে ভুল তথ্য দিয়ে ফরম পূরণ করে প্রিন্ট কপি ও বসত বাড়ির বাৎসরিক কর বাবদ (৫০)পঞ্চাশ  টাকা ও জন্ম নিবন্ধন আবেদন ফরম বাবদ ১০০ টাকা মোট ১৫০টাকা নিয়ে দেয়া হয় আবেদন ফরম  নিবন্ধন ধারি ব্যক্তিকে। পরে আবেদন ফরমের ভুল সংশোধনের জন্য পাঠিয়ে দেন উদ্যোক্তা মোছাঃ মোর্সেদা বেগমের  কাছে । তিনি নামের ভুল সংশোধনের জন্য নিবন্ধন ধারির কাছ থেকে ২০০ থেকে ২৭০টাকা পর্যন্ত নিয়ে দিচ্ছেন জন্ম নিবন্ধন সনদ।
 গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের প্রঙ্গাপণ অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৭ এর বিধি ২৩ এর উপ _বিধি (৭) এর ক্ষমতা বলে , সরকার কর্তৃক জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিস নির্ধারণ করেন । (১)জন্ম ও মৃত্যু ৪৫ দিন পর্যন্ত জন্ম মৃত্যু নিবন্ধন ফ্রি (২)জন্ম বা মৃত্যুর ৪৫ দিন হইতে (৫)বৎসর পর্যন্ত নিবন্ধন ফি ২৫ টাকা (৩)জন্ম বা মৃত্যুর পাঁচ বছর পর কোন ব্যক্তির জন্ম বা মৃত্যুর নিবন্ধন ফি ৫০ টাকা (৪)জন্ম তারিখ সংশোধন ফি ১০০টাকা (৫)জন্ম তারিখ ব্যতিত সকল তথ্য সংশোধনী ফি ৫০টাকা ,(৬) বাংলা ইংরেজি উভয় ভাষার মুল সনদ বা তর্থ সংশোধনের পর ,সনদের  কপি সরবরাহ ফ্রি (৭) বাংলা ইংরেজি উভয় ভাষার সনদের নকল সরবরাহ ৫০টাকা ।

সরকারি ঘোষণার তোয়াক্কা না করে সাধারণ মানুষের কাছে নেয়া হয় সনদ সংশোধনী বাবদ মোটা অংকের টাকা , পশ্চিম নেওয়াশী পন্তাবাড়ী গ্ৰামের নুর মোহাম্মদ (২৫) পিতা জয়নাল আবেদীন  জানান আমার সকল প্রকার বৈধ কাগজপত্র জমা নিয়ে উদ্যোক্তা সিদ্দিকুর রহমান নিজেই ভুল লিখে পুনরায় সংশোধনী করার জন্য ৩০০০তিন হাজার টাকা নিয়ে ছিল। টাকা নিয়েও সংশোধন করতে পারে নাই। দীর্ঘ ৬ মাস ঘোরানোর পরে পুনরায় সংশোধনী করার জন্য মোছাঃ মোর্সেদা বেগমের কাছে পাঠালে তিনি ২৫০টাকা নিয়ে সংশোধন করে দিয়েছেন ।

একই গ্ৰামের , শ্রী স্বপন কুমার পিতা মৃত রতি কান্ত জানান আমার (৩) বছর বয়সী মেয়ের জন্য জন্ম নিবন্ধন নিতে গিয়ে সিদ্দিকুর রহমান কে ৩০০টাকা দিয়ে সনদ পাইছি ,পশ্চিম নেওয়াশী যুগিটারী গ্ৰামের বাসিন্দা মোঃ মহিউদ্দিন পিতা মোঃ হাসেন আলী খন্দকার জানান আমার মেয়ের বিয়ের সময় জন্ম নিবন্ধন নিতে গিয়ে ছিলাম আমার কাছে সিদ্দিকুর রহমান ৫০০টাকা নিয়েছে, একই গ্ৰামের মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (২৪) পিতা মোঃ আবু সালেহ মন্ডল জানান আমার সকল প্রকার বৈধ কাগজপত্র জমা নিয়ে উদ্যোক্তা সিদ্দিকুর রহমান জন্ম নিবন্ধনে ভুল করেছে টাকা নিয়েছে ৫০০ পাঁচ শত   ভুল সংশোধনের জন্য আর যাইনি হয়রানি করায় ।

একই গ্ৰামের মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন আমার জমির পর্চা তুলতে গিয়েছিলাম আবেদন করতে হবে বলে প্রথমে টাকা নিয়েছে ১৫০ ,এক বৎসর ঘুরানোর পর কাগজ দিয়ে পুনরায় আরো ৫০০টাকা নিয়েছে। উদ্যোক্তা সিদ্দিকুর রহমানের  হয়রানির শিকার ইউনিয়নের অনেকেই শুধু মাত্র ইউপির (২) নং ওয়ার্ডের আংশিক তথ্য তুলে ধরা হলো ।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান মুকুল কে জানালে তিনি বলেন আমি শপথ গ্ৰহনের পর পরিষদের দায়িত্ব পেলে প্রধানমন্ত্রীর দেয়া সকল প্রকার সুবিধা খুব সহজেই সাধারণ মানুষ উপভোগ করতে পারে সেই লক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews