অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ( র্যাব-৬) সদস্যরা অভিযান চালিয়ে ওয়ান শুটার গান পিস্তলসহ বিল্লাল শেখ (৪০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে।
শুক্রবার রাত ৮টার দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের রাইস মিলের সামনে অভিযান চালিয়ে র্যাব-৬ সদস্যরা পিস্তল-গুলিসহ তাকে আটক করে। আটক বিল্লাল হোসেন অভয়নগর উপজেলার পঁাচুড়িয়া গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। যশোর র্যাব-৬ এর কোম্পানি লেঃ কমান্ডার এম নাজিউর রহমান জানান, আটক বিল্লাল হোসেন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। শুক্রবার রাতে বিল্লাল হোসেন একটি পিস্তল নিয়ে যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি রাইস মিলের সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়। অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, অস্ত্র আইনে মামলা হওয়ার পর র্যাবের হাতে আটক হওয়া আসামিকে শনিবার দুপুরে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।