বাঘারপাড়া প্রতিনিধি।।
বাঘারপাড়ার খানপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার( ১৭ জানুয়ারি) বিকেলে এক প্রীতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাঘারপাড়ায় ভলিবল কে এগিয়ে নিতে এদিন বাঘারপাড়া ভলিবল দল ও খানপুর ভলিবল দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ খেলায় ৩-১ পয়েণ্টের ব্যবধানে খানপুর ভলিবল দলকে পরাজিত করে বাঘারপাড়া ভলিবল দল।
খেলাটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্রীড়াপ্রেমী লিয়াকত আলী।
খেলার মাঠে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী, আওয়ামীলীগ নেতা ও রেফারী কল্যাণ সমিতির সভাপতি শচীন্দ্র নাথ বিশ্বাস, রেফারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ,মিজানুর রহমান , মুস্তাফিজুর রহমান হাফিজ দ্বিতীয় শ্রেনীর রেফারী , মফিজুর রহমান,শহিদুল ইসলাম খান ও রেফারী কল্যাণ সমিতির সদস্য সাংবাদিক রাকিব হাসান।
রেফারী কল্যাণ সমিতির সদস্য সাংবাদিক রাকিব হাসান জানান, বাঘারপাড়ায় ভলিবল খেলা কে এগিয়ে নিতে এবং ভালো খেলোয়ার তৈরী করার লক্ষ্যে এ ধারা অব্যহত থাকবে।