টানা ৫ দিন ধরে মৃত ছেলে-মেয়ের মরদেহ নিয়ে একাই ঘরের মধ্যে ছিলেন এক বৃদ্ধা মা।
রবিনসন স্ট্রিটের ছায়া নিউটনের সিডি ব্লকের ২৫ নম্বর বাড়ির ৯ তলায় একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন ওই বৃদ্ধা। তার সাথে থাকতেন দুই ছেলে-মেয়ে।
জানা গেছে ৫ দিন আগে ছেলে এবং মেয়ের মৃত্যু হলেও বৃদ্ধা মা কাউকে কিছু না জানিয়ে তাদের মৃতদেহ আগলে ঘরেই মধ্যেই ছিলেন । আজ মঙ্গলবার বিষয়টি প্রকাশ্ হয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেএবং বৃদ্ধাকে চিকিৎসার জন্য নিয়ে যায় ।
স্থানীয়রা জানায়, ২০১৯ সাল থেকে ওই বৃদ্ধা মেয়ে এবং ছেলের সঙ্গে নিউটাউনের সিডি ব্লকের ২৫ নম্বর বাড়ির ন’তলার একটি ঘরে ভাড়া থাকেন। কয়েকদিন ওই পরিবারের কাউকে দেখতে না পেয়ে নিরাপত্তারক্ষীরা দিন দুয়েক আগে তার ঘরে গিয়ে দরজা খোলার চেষ্টা করেন । কিন্তু ঘরের দরজা ভিতর থেকে আটকানো থাকায় দরজা খোলা সম্ভব হয়নি।
আজ সকালেই ওই বৃদ্ধা নিজেই ৭ তলায় গিয়ে প্রতিবেশীদের সাহায্যের জন্য বলেন। প্রতিবেশীরা এসে তার ঘর থেকে পচা-গলা দুর্গন্ধ পান । ঘরে ঢুকে তারা দেখতে পান খাটের ওপর পড়ে রয়েছে ছেলে এবং মেয়ের নিথর দেহ। এর পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।