বিডিটেলিগ্রাফ ডেস্ক।।
রামাল্লায় অবস্থিত ভারতীয় দূতাবাসের ভেতর থেকে রোববার ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইটারে এক পোস্টে তিনি লেখেন, রামাল্লায় ভারতের দূত মুকুল আর্যের মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। তিনি ছিলেন উজ্জ্বল ও মেধাবী কর্মকর্তা। সামনে তাঁর অনেক কিছুই করার ছিল। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মুকুল আর্যের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ বেদনাদায়ক খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মদ শাতায়ি জরুরি ভিত্তিতে সব নিরাপত্তা কর্তৃপক্ষ, পুলিশ ও সরকারি কর্তৃপক্ষের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফরেনসিক মেডিসিনকেও নির্দেশ দেওয়া হয় যেন তারা এ মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত ভারতীয় দূতের বসবাসস্থলে চলে যায়। এনডিটিভি