বাঘারপাড়া প্রতিনিধি।।
যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও যশোর-৪ আসনের সাসদ রণজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আতিইয়ার রহমান সরদার, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার শহিদুল্যাহ খোন্দকার, উপজেলা মহিলা কলেজের অধ্যক্ষও আওয়ামীলীগ নেতা আজগর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম , ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান সরদার, ইউপি চেয়ারম্যান বাব্লু সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাব্লু, মুন্সী বাহার উদ্দীন বাহার, হাজি জাফর,রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু,দোহাকুলা ইউনিয়ন আওয়ামি লীগ সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, ছাত্রলীগ নেতা টিপু সুলতান,যুবলীগ নেতা হাদিউজ্জামান প্রমুখ।