স্টাফ রিপোর্টার।।
অভয়নগর উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শুভরাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ইদ্রিস আলী সেখ, মোল্লা শহিদুল ইসলাম, এডঃ শেখ গোলাম মোস্তফা নবী, তাপষ কুমার শীল, গোলাম মোস্তফা কুতুব, গাজী নুরূজ্জালাল জুয়েল, বেল্লাল হোসেন মোল্লা, ফারাজী জিয়াউল হক সোহেল, তজিবার মোড়ল, মো আজিজুর শেখ। আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আবদুল মাজেদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াসিন হোসেন ইমন।
অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন, মোঃ হুমায়ুন মোল্লা, রবিন্দ্রনাথ ঢালী, নীল পদ বিশ্বাস, জীবন বিশ্বাস, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ সালাম খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শুকুর আলী সেখ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওমর ফারুক মোল্লা। অনুষ্ঠানটি সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মাসুম বিল্লাহ ফারাজী ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক ফারাজী।