1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
সতের ধারাবাহিক নাটকে সতের রকমের চরিত্রে ব্যস্ত সময় কাটছে অভিনেতা হেদায়েত তুর্কীর - টেলিগ্রাফ বাংলাদেশ
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় শিশু ধর্ষনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও আগুন দিলো ক্ষুব্ধ জনতা কালীগঞ্জে পরিষদে ৩ যুবককে পেটানো চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন বাঘারপাড়ায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিচার শুরুর আগেই না ফেরার দেশে মাগুরায় ধর্ষিতা সেই শিশুটি চট্টগ্রামে বাস চাপায় অটোরিকশার ভাই-বোনসহ তিনজন নিহত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার গভীর প্রকাশ মাগুরার নির্যাতিত শিশুটি আর নেই আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের ১৪ হাজার কোটি টাকার লেনদেন, দুদকের মামলা স্পর্শিয়ার প্রেমে পড়েছেন এক সাথে দুই ভাই !

সতের ধারাবাহিক নাটকে সতের রকমের চরিত্রে ব্যস্ত সময় কাটছে অভিনেতা হেদায়েত তুর্কীর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪২২ জন খবরটি পড়েছেন

শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি।।

বর্তমান সময়ের জনপ্রিয় নাট্যভিনেতা ও নির্মাতা হেদায়েত তুর্কী।বর্তমানে তিনি তার অভিনীত সতেরটি ধারাবাহিক নাটকে  সতের রকম চরিত্রে অভিনয় নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। তিনি এই ১৭টি নাটকে ১৭রকমের চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আছেন।তার অভিনীত এসব নাটক দর্শক মহলে তুমুল সাড়া ফেলেছেন। 

হেদায়েত তুর্কীর অভিনীত নাটক ও তার চরিত্র গুলো হলো,

এসএম শাহীন এর পরিচালনায় একুশে টেলিভিশনের পর্দায় মধুপুর নাটকে তিনি তৃতীয় লিঙ্গের চরিত্রে, মুজিবুল হক খোকন এর পরিচালনায়  আরটিভির পর্দায় আরশিনগর নাটকেদুবাই ফেরত উদ্যোক্তা, ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টেলিভিশনের পর্দায় দৌড় নাটকে সিনেমার প্রযোজক, রফিকুল ইসলাম এর পরিচালনায় চ্যানেল নাইনের পর্দায় কর্মজীবি সাংসারিক পুরুষ, আশিষ এর পরিচালনায় দীপ্ত টিভির পর্দায় মান-অভিমান এ করপোরেট অফিসার, সোহাগ কাজীর পরিচালনায় নাগরিক টেলিভিশনে বৌ বিরোধ নাটকে গ্রামের সহজ সরল দোকানদার চরিত্রে অভিনয় করেছেন।  প্রচারের অপেক্ষায় থাকা সাদেক সিদ্দিকীর পরিচালনায় বৈশাখী টেলিভিশনের পর্দায় সিনেমার মানুষেরা নাটকে এফডিসির কর্মচারী, মুজিবুল হক খোকন এর পরিচালনায় বৈশাখী টেলিভিশনের পর্দায় মহাজন নাটকে রেফারী, সোহেল রানার পরিচালনায় চ্যানেল নাইনে ব্যাচেলার পার্কে একজন প্রতারক ধান্দাবাজ স্বপ্নবাজ মানুষ, পুনঃ প্রচারিত এসএ টেলিভিশনের পর্দায় তুমি আছো তাই নাটকে পুলিশ অফিসার চরিত্রে, বিপ্লব হায়দারের পরিচালনায় সুখ পাখি নাটকে মামা, পারভেজ এর পরিচালনায় আগুন পাখি নাটকে হিন্দু জমিদার চরিত্রে, আশফাক নওশেরের গোঁড়ায় গলদ নাটকে খারাপ দোকানদার, মিজানুর রহমান এর পরিচালনায় এলোমেলো নাটকে গ্রাম্য ডাক্তার চরিত্রে, জহির রায়হান  এর পরিচালনায় ভিক্ষুকের কারখানায় বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছেন। 

সম্প্রতি স্বপন বিশ্বাস এর পরিচালনায়  আরটিভিতে প্রচারিত নাটক বালামের বাম পা তে কমিশনার, এনটিভিতে প্রচারিত মাহুতটুলির বাড়িতে আন্ডার ওয়ার্ল্ডের ডন, মায়ের দাফন কাফন ৫০০ টাকা নাটকে খারাপ লোভী বাপ, ভাগের সম্পত্তি নাটকে দুষ্টু উকিলের চরিত্রে অভিনয় করে আলোচনায় আছেন। 

প্রচারের অপেক্ষায় রয়েছে এক ঘন্টার নাটক মুজিবুল হক খোকনের টিকটক বউ, স্বপন বিশ্বাসের ধরা খাইছে আবুল মাস্টার, বিপ্লব হায়দারের সরি, রফিকুল ইসলামের মুচির বোন, জুয়েল শরীফের টাকা পয়সা শূন্য, জেসমিন টুনির একটি নাটক, কামরুল হাসান সুজন এর হৃদয়ে গোন্ডগোল, শাড়ী সহ কয়েকটি নাটক।

এছাড়া তিনি বিজ্ঞাপন নির্মান ও বিজ্ঞাপনে অভিনয়, ওয়েব সিরিজ  এবং সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

তার অভিনীত সিনেমা সাহসী যোদ্ধা মুক্তির অপেক্ষায় রয়েছে।এ সিনেমায় তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। 

বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেতার কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি সকালের খবর ২৪ডটকমকে বলেন,

আমি একজন সাধারণ মিডিয়া কর্মী হিসেবে চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু কাজ দর্শকদের উপহার দেওয়ার জন্য। কতটুকু সফল হতে পেরেছি সেটার বিচার আমার  দর্শকেরা করবেন৷

আমি ভবিষ্যতেও আমার দর্শকদের কে আরো ভালো,ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews