এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।
রৌমারীতে মা-ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ মে) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নতুনবন্দর হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাফসা (২৬) এবং ছেলে হাবিব (৬)।
স্থানীয়রা জানান , সকালে বৃষ্টির মধ্যে নতুনবন্দর হাজিপাড়া এলাকায় একটি পুকুরপাড়ের পূর্বপাশের ধানক্ষেত থেকে চিৎকারের শব্দ শুনে পরে গিয়ে শিশু হাবিবের গলাকাটা মরদেহ ও পাশেই তার মা হাফসাকে গলাকাটা অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন।পরে পুলিশ খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে হাফসাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফসা মারা যান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।