রাজেশ গৌড়,দুর্গাপুর প্রতিনিধি।।.
নেত্রকোনার দুর্গাপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী পৌর শহরের আদিবাসী অডিটোরিয়াম হলরুমে এ সভা হয়।
সভার উদ্ভোধক ছিলেন জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক কেশব রঞ্জন সরকার। মত বিনিময় সভার সভাপতিত্ব করেন শরদিন্দু সরকার স্বপন হাজং। কবি দুনিয়া,মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগ সদস্য আবুল মনসুর আহমদ, জেলা কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক, জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব শাহিন উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক মোঃ মানিক মিয়া, সদস্য গোলাম মোর্শেদ তালুকদার দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ. ম জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযুদ্ধো সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, নারী নেত্রী রাখী দ্রং শেফালী হাজং প্রমুখ।
সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মকুল । সভা শেষে শরদিন্দু সরকার স্বপন হাজংকে আহব্বায়ক ও মঈনউদ্দীন মামুনকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা শাখা গঠন করা হয়।