কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ৪ জুন সকাল ১০ ঘটিকায় রাজিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অর্ধ বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন পরিক্ষা চলাকালিন অবস্থায় সকাল আনুমানিক ১০ টা ৩০ মিনিটে বহিরাগত কিছু লোক ভিতরে প্রবেশ করে পরিক্ষার ফি বেশি নেওয়ার অজুহাত দেখিয়ে ছাত্র/ছাত্রীদের ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে সন্ত্রাসী তান্ডব চালায়, তান্ডব চালিয়ে স্কুলের জানালা, দরজা ভাংচুর এবং ছাত্র/ছাত্রীদের পরীক্ষা চলা কালীন খাতাপত্র কেড়ে নিয়ে ছিরে মাঠে ফেলে দেয়। তারই প্রতিবাদে ৫ জুন রবিবার সকাল ১০ টায় রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীরা ভিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজিবপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টার বলেন, আমার প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর হয়েছে এমনকি আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে, আমি সন্ত্রাসীদের বিচারের দাবীতে রাজিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসললাম এর সাথে মুঠো ফোনে অভিযোগের কথা জানতে চাইলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, আমি অভিযোগ পেয়েছি ,তদন্ত করে আইনানুক ব্যবস্থা নিব।