বিলাল মাহিনী
তুমি শান্তির ফেরিওয়ালা
ও গো কামলিওয়ালা
মুহাম্মদ মুস্তফা নবী
সাল্লিওয়ালা।
…শান্তির ফেরিওয়ালা
কামলিওয়ালা।
হাজার সালাম ও দরুদ তোমাকে
ধন্য করেছো তুমি
হেরার আলোয় ধরাকে।
মুক্তির কান্ডারি তুমি
প্রিয় মওলাওয়ালা
… শান্তির ফেরিওয়ালা
ও গো কামলিওয়ালা।
দো-জাহানের ভরসা শুধু তোমাতে
সুপারিশ কোরো তুমি
এই অধম আমাকে।
কাওসার হাতে তুমি
প্রিয় জান্নাতওয়ালা
… শান্তির ফেরিওয়ালা
ও গো কামলিওয়ালা।
বিলাল মাহিনী
১৫/০৬/২২