স্টাফ রিপোর্টার।।
অভয়নগর উপজেলা প্রশাসের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আবদুল মান্নান, শিক্ষক এসএম ফারুক আহমেদ, সাংবাদিক সৈয়দ মাসুদ তাজ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।