যশোর প্রতিনিধি।।
স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুর উন নবী মারা গেছেন। এর আগে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানে বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ…. রাজিউন)।
শুক্রবার সকালে তার মরদেহ ঢাকা থেকে যশোর শহরের শংকরপুরের বাসভবনে এসে পৌছেছে বলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন । এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে যশোর থেকে ঢাকায় নেয়া হয়।