কুড়িগ্রাম প্রতিনিধি।।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৪ জুলাই) দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা শাখা জাতীয় পার্টি উপজেলার বাইতুস সালাম হিফজুল কুরআন একাডেমিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। ১৯৩০ সালে (১লা ফেব্রুয়ারি)কুড়িগ্রাম জেলায় সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ জম্ম গ্রহন করেন। তিনি (১৪জুলাই) সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান মাষ্টার, যুগ্ম আহ্বায়ক মাহফুজার রহমান শেখ, মঈনুল হক খন্দকার, হারুন অর রশিদ, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সাহানুর রহমান শাহিন, কাশিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ, ভাঙ্গামোড় ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান সিদ্দিকী, রফিকুল ইসলামসহ জাতীয় পার্টির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মিলাদ শেষে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম আব্দুল বাতেন এর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।