বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।।
যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে শনিবার( ৩০ জুলাই) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে শুক্রবার রাত সাড়ে নয় টার দিকে বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মাসুদুর রহমানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি বাঘারপাড়া থানার পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিডিটেলিগ্রাফ কে জানান,বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় পাঁচটি মামলা রয়েছে । এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার রাত সাড়ে নয় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।