ডেস্ক নিউজ।।
নির্বাচন কমিশনের সাথে সংলাপে ৩০০ আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ । ভোট ডাকাতি, কারচুপি বন্ধে ইভিএমের কোনো বিকল্প নেই বলেও তারা বলছেন।
রোববার(৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকেল ৩টায় অনুষ্ঠিত সংলাপে ওবায়দুল কাদেরের নেতৃত্বে অংশ নেন আওয়ামী লীগ নেতারা।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার,অন্যান্য নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংলাপে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বাইরে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে, কোনো সরকারের অধীনে হবেনা। সরকার শুধু নির্বাচন সম্পন্ন করতে কমিশন কে সহযোগীতা করবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে সরকারের কিছু করার থাকেনা। সূত্র-সময় নিউজ