বাঘারপাড়া প্রতিনিধি।।
বাঘারপাড়ার নারিকেল বাড়িয়ায় নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ২৮ আগস্ট) বিকাল চারটায় উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে মনোনয়ন প্রত্যাসী নেতারা উপস্থিত ছিলেন।
তারা হচ্ছেন- যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারিকেল বাড়িয়া আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চিশতী ।
আলোচনা অনুষ্ঠানে সমন্বয়কারী প্রধান হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার,উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী,পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন , বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার,বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন রায়,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী,জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা,যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব,গিয়াস উদ্দিন হীরা,উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন, কৃষকলীগ নেতা সুলতান মাহমুদ,যুবলীগ নেতা রিয়াদ হোসেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাদের ওস্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ পলাশ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নারিকেলবাড়িয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার ইমদাদ হোসেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।