নিজস্ব প্রতিবেদক।। নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হিসেবে দুর্গাপুর উপজেলা থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ প্রাথী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
যারা প্রার্থী হয়েছেন- সামজসেবক আনোয়ারা বেগম কমলা, সুরমী আক্তার সুমী, বারমারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল আহমেদ, ও গাঁওকান্দিয়া ইউনিয়নের মো. আব্দুল করিম।
আগামী ১৭ অক্টোবর নেত্রকোনায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোট সংখ্যা ১০৭।