বাঘারপাড়া প্রতিনিধি।।
বাঘারপাড়ায় ড্রামট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে গুরুতর আহত হয়ে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১৮ সেপ্টেম্বর) আনুমানিক দুপুরে বাঘারপাড়া- ধলগ্রাম সড়কের জামদিয়া পূর্বপাড়া নামক স্থানে।
স্থানীয়রা জানান , বাঘারপাড়া উপজেলায় চলমান রেল প্রজেক্টের কাজে নিয়োজিত বালু বহন করা ডামট্রাক ধলগ্রাম রাস্তার মোড় থেকে বসুন্দিয়ার দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রী বহনকারী মহেন্দ্র গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থানেই মাহেন্দ্র গাড়ির যাত্রী জেসমিন (৪৫) নামে একজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় ড্রামট্রাকের চাকার নীচে পড়ে তার দুই পা পিষ্ট হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তার অবস্থা খুবই আশঙ্কা জনক বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই ড্রাম ট্রাকের চালক এবং হেলপার পলাতক যায়, ডাম ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো- ১৫-৫৭৩৭ ।
সর্বশেষ ভিকটিমের স্বজনরা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আহত জেসমিন মারা গেছে ।