1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
যশোর জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হলেন - টেলিগ্রাফ বাংলাদেশ
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, আবেদন চলবে ২১ মার্চ পর্যন্ত লবণ রপ্তানি ও বায়ুশক্তি: কক্সবাজারের নতুন অর্থনৈতিক সম্ভাবনা রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সংকট, তহবিল বৃদ্ধির আহ্বান জাতিসংঘ মহাসচিবের ‘শাপলা কাপ অ্যাওয়ার্ড’ পেলো গৌরীপুরে ২৪ জন গৌরীপুর ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত  শ্যামনগর পৌরসভায় প্রায় ২ বছর পর জম্ম নিবন্ধন জটিলতার অবসান শরণখোলায় বিএনপি নেতার পক্ষে মহিলা দল ও  এতিম শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ  অভয়নগরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার  বিতরণ  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক-৩ সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে

যশোর জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হলেন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৮৫ জন খবরটি পড়েছেন
বাংলাদেশ নির্বাচন কমিশন

যশোরের শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। ইভিএমের মাধ্যমে ভোট দেন জনপ্রতিনিধি ভোটাররা। যশোর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে দুপুরের পরপরই ফলাফল ঘোষণা করা হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনের (১ নম্বর ওয়ার্ড) সাধারণ সদস্য পদে শার্শা উপজেলায় দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সালেহ্ আহমেদ মিন্টু তালা প্রতীকে ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সহিদুল আলম (টিউবওয়েল) পেয়েছেন ৬৭ ভোট।

ঝিকরগাছায় (২ নং ওয়ার্ড) রফিকুল ইসলাম বাপ্পী ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমামুল হাবিব জগলু ৬৩ ভোট পেয়েছেন। সোমবার যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস জানান, জেলা পরিষদের সদস্য পদে ২ নং ওয়ার্ড ঝিকরগাছা উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম বাপ্পী। তিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমামুল হাবিব জগলু পেয়েছেন ৬৩ ভোট। এ পদে ৪ জন্য প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। ১৫৯ জনের মধ্যে ১৫৮ জন ভোটার ভোট দিয়েছেন। অপরজন বিদেশ যাওয়ায় ভোটে অংশ নেননি।

চৌগাছায় (৩ নম্বর ওয়ার্ড) সদস্য পদে তৌহিদুর রহমান (হাতি মার্কা) ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান হাবীব বাবু (তালা মার্কা) ৪২, কামারুজ্জামান (টিউবওয়েল মার্কা) ৪০, আসাদুল ইসলাম আসাদ (ফ্যান মার্কা) ২ ভোট পেয়েছেন।

অভয়নগর (৪ নম্বর ওয়ার্ড) বিজয়ী হয়েছেন আব্দুর রউফ মোল্লা।

বাঘারপাড়ায় (৫ নম্বর ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী হাতি প্রতীক নিয়ে ৫৩ ভোট পেয়েছেন। এছাড়া বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন সিলিং ফ্যান প্রতীকে পেয়েছেন এক ভোট। অপর প্রার্থী তালা প্রতীকের উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন কোন ভোট পাননি।

যশোর সদরে (৬ নম্বর ওয়ার্ড) সদস্য পদে বিজয়ী হয়েছেন শ্রমিক লীগ নেতা জবেদ আলী।

মণিরামপুরে (৭ নম্বর ওয়ার্ড) সদস্য পদে বিজয়ী হয়েছেন গৌতম চক্রবর্তী।

কেশবপুরে (৮ নম্বর ওয়ার্ড) সদস্য পদে বিজয়ী হয়েছেন আজিজুল ইসলাম।

জেলা পরিষদ নির্বাচন চৌগাছায় সাইফুজ্জামান পিকুল (ঘোড়া মার্কা) ১৩৬, কাজল ( আনারস মার্কা) ২২, সদস্য পদে দেওয়ান শ্যায়লা জেসমিন (মাইক মার্কা) ১৩৯, শাহানা (ফুটবল মার্কা) ১৭ ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews