লক্ষ্মন চন্দ্র মন্ডল,শালিখা (মাগুরা) থেকে।
বর্তমান সরকারের অন্যতম একটি প্রধান প্রতিশ্রুতি নারীর ক্ষমতায়ন। তারই ধারাবাহিকতার অনন্য উজ্জল দৃষ্টান্ত মাগুরা জেলার শালিখা উপজেলা।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নানা ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সরকার। নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। শালিখা উপজেলার ১৮টির্ প্রশাসনিক শীর্ষ পদের ৯ টিতেই রয়েছেন নারী নেতৃত্ব।
শালিখা উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন- উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, সহকারি কমিশনার(ভূ‚মি) উম্মে তাহমিনা মিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইমুন নিছা, উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুমা সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা চৌধুরী, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন প্রমূখ। এছাড়া সরকারি-বেসরকারি অনেক ক্ষেত্রেই শালিখায় নারী নেতৃত¦ চোখে পড়ার মত।