বাঘারপাড়া প্রতিনিধি।
শনিবার( ২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশং ডে উদযাপন উপলক্ষে বাঘারপাড়া থানা চত্তরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাঘারপাড়া থানা পুলিশ এই কর্মসূচির আয়োজন করে। ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য সামনে রেখে সকাল সাড়ে দশ টায় বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয় ।
দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলচনা অনুষ্ঠানে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার খ, সার্কেল জনাব মুকিত সরকার।
বিশেষ অতিথি হিসাবেবক্তব্য রাখেন, সাবেক প্রাথমিক শিক্ষাসচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রাণী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, জাকির হোসেন, রবিউল ইসলাম রবি, আসাদুজ্জামান মিন্টু, আরিফুল ইসলাম তিব্বত,আমিনুর রহমান সরদার,সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাষ্টার হুমায়ূন কবির, অরুণ অধিকারি, গোলাম সরোয়ার,আব্দুর রাজ্জাক রাজা,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও ১নং পৌর কাউন্সিল ফয়সাল আহম্মেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘারপাড়া থানার সেকেন্ড অফিসার এস আই রাজ কিশর পাল।